রহমত নিউজ 29 October, 2024 11:53 PM
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, চাল. ডাল, তেল ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। সধারণ মানুষের মহাকষ্ট হচ্ছে। মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। কি কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। কারা দাম বাড়ানোর সাথে জড়িত। তা উদঘাটন করে কঠোর ও কার্যকারী ব্যবস্থা নিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় রাজনৈতিক উপ-কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাস্তা-ঘাটের জিনিসপত্র চুরি ও বাসা বাড়িতে ডাকাতিসহ দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র নানামুখী ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার পায়তারা করা হচ্ছে। ইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক,যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ. মাওলানা আতাউল্লাহ আমীন, কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান প্রমূখ।